বিচিত্র ধরনী মাঝে কত কিছু আছে,
প্রাণ ভরে দেখে নিতে যেতে চাই কাছে।
অযুত নিযুত জীব ধরা মাঝে ভরে,
ডানা মেলে মন পাখি যেতে চায় ওড়ে।
ঝরণার কুলুকুলু মিঠে সুরে বহে,
জলকেলি করতে যে মন মোরে কহে।
গাছে গাছে কত পাখি গাহে মধু স্বরে,
সবুজিয়া বনানী যে কত শোভা ধরে।
ফলে ফুলে ধন ধান্যে রূপে ধরা সাজে ,
পাকা ধানে মাঠে ভরে চাষী থাকে কাজে।
নদী জলে জাল নিয়ে জেলে ধরে মাছে,
ধরনী ভাড়াড় ভরা তাতে জীবে বাঁচে।
স্রষ্টা গড়েন ভুবন নিত্য জন্ম দানে,
খাদ্য জল বাসস্থান শ্বাস রাখে প্রাণে।
পাহাড় সাগর গিরি চাঁদ তারা যত,
বিধির অরূপ দানে আরো আছে কত।
অচেনা অজানা কত আছে ধরা জুড়ে,
মনে চায় দেখিবারে সব ঘুরে ঘুরে।
প্রভুর অসীম কৃপা মনেপ্রাণে জানি,
নতশিরে ভক্তিভরে তাঁকে সবে মানি।