সত্যিই পাথরচাপা যদি দুঃখই তোমার
নিবিড় নৈঃশব্দ্যের কোলাহল পেরিয়ে
সাদা চোখে আয়নার সামনে দাঁড়াও এসে
নিজেকে নিজে অতিক্রম করে করতে
পথের ধুলোয় রাখো খালি দুই পা
সত্যিই পাথরচাপা যদি দুঃখই তোমার
সুপ্ত সন্তাপের সেই মুখর বিলাপ পেরিয়ে
চোখে চোখ রেখে নিজের মুখোমুখি দাঁড়াও
নিজেকে নিজে অতিক্রম করতে করতে
পথের ধুলোয় রাখো খালি দুই পা
সত্যিই পাথরচাপা যদি দুঃখই তোমার
হাসি মুখে কান্নার করুন শব্দ শোনাও
স্বীকার করে দেখাও ব্যর্থতার সকল দায়
দু’চোখ ভরিয়ে নাও রঙিন স্বপ্ন দিয়ে
ফিরে পাবে জীবনের এক বিকল্প বাস্তব ।