জড়িয়ে সুখের পরাগ
দিবাকরও ছুটি পাক
সন্ধ্যা প্রদীপ দিও জ্বালিয়ে,,
ছড়িয়ে স্নেহের পরশ
মাগিছে শিউলি হরষ
স্মৃতিমালা সাজিও আলয়ে,,।
নিখুঁত নিটোল স্ট্রাটেজি
ছিন্ন-বীণে সৃজি
নিঃস্বার্থ আত্মিক প্রেম যাচি,,
আজন্ম আকাঙ্ক্ষা সে কি
আঁখি মেলে দেখি
নির্দ্বিধায় অভিমান নিয়ে বাঁচি,,।
এ কেমন তর অসুখ
ছুঁয়ে যায় দুখ
অতন্দ্রিলা যাপিত এ জীবন,,
বয়সের চামড়া ক্রমশ
বাজি ধরে যত
বুঝি আলিঙ্গনে ঝরাবে পতন,,।