সঙ্গে থাকা ঝাঁঝালো বারুদের পাত্রখানি
উপছে পড়ছে এই বিপন্ন বেলায়,
ভেতরে প্রস্তুত ভয়ঙ্কর ভিসুভিয়াস
কড়া নাড়ে দরজাতে হেলায়।
শান্তি কোথায়? ক্লান্তিতে নুয়ে পড়ে মন,
অশান্ত খোলসে প্রস্তুত মরণ-ত্রাস,
সমরাঙ্গনে অঙ্গ-প্রতঙ্গগুলি বিদ্রোহী,
বিদ্রোহে পায় খুঁজে বাঁচার আভাস।
এবার ভাগ্যের কাছে নজরানা দিয়ে
গুটি গুটি পায়ে এগোয় সময়,
যেতে হবে আয়ু নিয়ে অনেকটা পথ
ক্রীতদাসের আশা তাই কারোর অভয়।
সঙ্গে রাখা ঝাঁঝালো বারুদে এবার
ঢেলে দিই অকপটে শান্তির বারি,
ধীরে ধীরে নামুক তবে শীতলতা
পলিতে যতই ভরে উঠুক খাঁড়ি।