নামে না
রোদের নূপুর পরা পাগুলি
পাখি পাড়ার বাতাস
বৃষ্টির দিনে
আকাশের কাজল পরা চোখ
বিদ্যুতের বাজনা
দূর সমুদ্রের চিঠিপত্র
হারিয়ে যাওয়া বন্ধু
আপনজনদের ঘুড়ি কাটা মুখ
বারান্দার আকাশ যেন কুয়াশার শহর
একদিন সহজেই ছুঁয়ে ফেলতাম
গ্রামের চিবুক পুকুর ঘাঠ পথ
পথদের ফিসফিস গল্প
প্রেম প্রলয়
এখন সব ই স্বর্গের সিঁড়ি
বারান্দা মানেই
থমথমে ঝড়ের আগাম পূর্বাভাস