দুপুর বেলা তারস্বরে
কাকের চেঁচামেচি,
গাছের ডালে টিনের চালে
তাদের নাচানাচি।
উঁকি মেরে তাকিয়ে দেখি
বায়স সভার ঢল,
মাথা নেড়ে ঘাড় বেঁকিয়ে
করছে কোলাহল।
খানিক পরে পড়ল চোখে
কাকের ছোট্ট ছানা,
পড়ে আছে মাটির ‘পরে
পা ভাঙ্গা এক-খানা।
মনে ভারী কষ্ট হলো
দৌড়ে নিলাম হাতে,
একটি কাক উড়ে এসে
মারলো ঠোক্কর মাথে।
অন্য কাকেরা একটু সরে
দাঁড়িয়ে দেখে সারি,
দিলাম পায়ে ওষুধ লাগিয়ে
যতনে তাকে ছাড়ি।