বাবার আদর স্নেহের চাদর
ছিলো আমার কাছে ,
বাবা যেথা আমি সেথা
ছুটে চলা পাছে।
লেখাপড়ায় বাবার ছায়ায়
শিক্ষা আমার শুরু,
বাবার মায়া শীতল কায়া
বাবাই আমার গুরু।
বাবা ডাক্তার সুযশ যে তাঁর
ছিলো সারা দেশে,
গরীব জনে মায়ার সনে
ওষুধ দিতেন হেসে।
সহজ সরল নেইতো গরল
আমার বাবার মনে,
স্বল্প আয়ে শান্তির ঠায়ে
কাটতো সুখের সনে।
সোনার সে দিন সময়ে লীন
বাবা আকাশ তাঁরা,
বাবার স্মৃতি মধুর গীতি
গড়ায় অশ্রু ধারা।