অভিযোগে জীবন শেষ
এত অভিযোগ নিয়ে তবুও আছি বেশ;
লিখে যাই দিনরাত করিনা তাতে কর্ণপাত
তাতেও দেখি আমায় নিয়ে হয় তৈরি কত বিবাদ।
এরা সাহিত্য করতে আসে নাকি করে ঢং?
মেকি প্রলাপে মঞ্চ আওড়ায় মেখে গালে খানিক রং।
এইতো হলো আজকের বঙ্গ সাহিত্য,
এমন দৃশ্য দেখব আর কত নিত্য?
মাতব্বরেরা লেখেন হরেক কবিতা
নেই তাতে অক্ষরের ধুলোবালি;
তাহাদের কবিতায় যদি করি প্রতিবাদ
তক্ষুনি হয়ে ওঠে তারা সব যেন ঝগড়ুটে বুলবুলি।
সাহিত্যের জগতের যত হিংসুটে বজ্জাত সব অতি
করে যায় ষড়যন্ত্র; আলোচনা; গবেষণা——
তাদেরই অজান্তে হয়ে যায় সাহিত্যের অসমাপ্ত ক্ষতি।
এরা বড় ছোট মাপে বড়;
কখনো বলেনি ওর হাতটা একটু টেনে ধরো,
শুধু সামনে এগিয়ে থাকা জনের———
পুঙ্গী মারার তরে বাঁশ হাতে তারা সদা জাগ্রত,
এরা সাহিত্যের কলঙ্ক———-
এরাই সাহিত্যের অবনতির সাথে জড়িত ওতপ্রোত।