যতদূর যেতে বলো , ঠিক ততদূর
আমার ছায়ারা যাবে , পেলে রোদ্দুর ।
যদি হও ছমছমে , এতো নও কাছে
বাঁচার সংলাপ পাবে , রুফটপ গাছে ।
কোনখানে মাঝামাঝি , শুরুর ফলক !
জানালে পাঠাতে পারি , ছাড়ানো পালক ।
সংসারী ফাঁক গলে অপরূপ চাওয়া,
কবিতায় বুনে দেবো ভার্জিন হাওয়া ।
শেকড়ের ডালপালে , নিমফল যদি
বাতাসের রেলে থই , পাশাপাশি নদী ।
ডাকাডাকি , আজ রাখি , পরে কথা হবে
শেষ কথা , শেষ নয় , শুরু কুহুরবে ।