একুশের নামে শপথ নিলাম একুশ লাল সেলাম,
বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ।
বাংলা দেশের স্বাধীন সত্তা বাঙালি জাতির মান,
হে ভাষা শহীদ নতমস্তকে প্রণাম তোমাকে সেলাম।
একুশ ঢেলেছে শোণিতের স্রোত বাংলা মায়ের স্নান,
কতোদিন পরে ভোরের সূর্য উঠেছিল অম্লান।
ভাষায় জন্য স্বাধীনতা আর কে করেছে আহ্বান
নজরুল কবি রবীন্দ্রনাথ ভাষা কে দিয়েছে মান।
স্বাধীনতা নামে পরাধীনতায় মা র মুখ ছিল ম্লান,
বীর শহীদেরা দেখিয়ে দিয়েছে কাকে বলে সংগ্রাম।
মিষ্টি মধুর শান্ত ভাষা কে জাতির সঙ্গে শেষ করে কে সে?
ষড়যন্ত্রের যোগ্য জবাব দেয় শহীদেরা হেসে।
বিশ্ববাসীকে জানান দিয়েছে বাঙালিরা এক প্রাণ,
ভাষা শহীদের রক্তের দাগ কখনো হবেনা ম্লান।
একুশ জানান দিয়েছে যে কথা
দিকে দিকে রটে অমর বারতা
বাঙালি বীরেরা গর্জে উঠেছে শত্রুরা সাবধান।
এ ভাষাকে যারা দমাতে চেয়েছে
নিজেরা মরেছে নয় পালিয়েছে
বাঙালিরা সদা জাগ্রত আছে সইবে না অপমান।
বাংলা মায়ের কোল ভরা আছে মণি মুক্তার দান।
জেগেছে বাঙালি বিশ্ববাসীকে দিয়ে গেছে সে প্রমাণ।
বিশ্ব সভায় বাঙালি পেয়েছে ভাষা দিবস সম্মান।
বাংলাতে মোরা নিঃশ্বাস ফেলি বাংলা মোদের প্রাণ,
বাংলা ভাষার জয়গৌরবে বাংলায় করি গান।
যে হও বন্ধু হিন্দু বৌদ্ধ পারসী মুসলমান —
শক হূণ দল পাঠান মোগল হও তুমি খ্রিস্টান,
বাংলা মায়ের জয়ধ্বনি তে জাগে বাংলার প্রাণ
প্রণাম করি মা সেলাম তোমাকে রাখবো তোমার মান।।