সপ্তাহে ছয় দিন বাংলার সেই ক্লাস
ব্যাকারণে হলে ভুল জোটে চড় ঠাস্ ঠাস্
ইংরেজি দুরূহ লাগে, গ্রামারেতে নেই মন
বাংলাতে সব করি দিন রাত সারাক্ষণ
প্রেয়ার তো করিনি করেছি যে প্রার্থনা
জন গন মন ছেড়ে, গাইনি যে জানা গানা মানা
মনে পড়ে আজ ও যে গ্রামারের সেই ক্লাস
ভয়েসেতে হলে ভুল কি যে ছিল দুর্ভোগ
লাগতো না মোটে ভালো ন্যারেসন রোজ রোজ
তাই বলে ভেবো না ইংরেজি শিখিনি
আরে বাবা ইংরেজি শিখে শুধু সাহেবটা সাজিনি
টিফিন টা ছিল সেই কাগজের ঠোঙ্গাতে
নেয়নি পেস্ট্রি কুকিজ দামি কোনো বাক্সে
প্রাণ খোলা সেই হাঁসি কোথা পাব আজ আর
পড়ে আছে আজ শুধু নিয়মের বেড়াজাল
স্কুলটাকে দেখে তাই মনে মনে ভাবলাম
বেচেঁ থাক আমাদের বেঙ্গলি মাধ্যম