কত প্রাণ বলিদান ভাষার তরে
হয়েছিল ফেব্রুয়ারি একুশে,
পাক প্রশাসন উর্দু রাষ্ট্রভাষা করায়
গর্জে উঠেছিল বাঙালি ফুঁসে।
উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা
মানতে পারেনি ছাত্ররা,
প্রতিবাদে নেমে বুলেট সামনে লড়ে
শহীদ হয়েছিল ওরা।
বাংলা ভাষার অধিকার দাবি করে
আসামে শিলচর রেলওয়ে চত্বরে,
কমলা ভট্টাচার্য সহ আরও দশ তরুণ
গুলিবিদ্ধ হয়ে মরে।