বসন্তে বসন্তদূত বাউরা
বিধূর বিভায় বিভাসিত বসুধা
বকুল বনমল্লিকায় বিভূষিত বাগিচা
বক্ষে বিকম্পিত বাসনার বাতি
বন্ধু বিহনে বিনিদ্র বিভাবরী
বিজন বিপিনে বাজে বাঁশরী
বিধূমুখী বিলোল বাঁধনহারা
বক্ষে বিরহের বজ্র বহ্নি ।
বিসর্জিয়া বেবাক ব্রীড়া
বাহিরায় বেহুঁশ বিভোরা ।
[ শব্দার্থঃ- বিলোল-চঞ্চল, বাউরা-পাগল ]