বিশ্ব নির্বিচারে কালো বা সাদা রঙ ধরে
সাম্য এবং ন্যায়বিচার সেরা বিষয় হিসাবে মানুষকে তার মূল্যবান অধিকার দেওয়া হয়েছে
পরাধীনতার সুরে বিশ্বের কিছু অংশ এর থেকে বঞ্চিত
কিছু বৈষম্য তৈরি করা হয় অত্যাচারের অত্যন্ত উন্মত্ত আকারে
যদিও সর্বশক্তিমান বিশ্বের স্রষ্টা, কখনও এই শিক্ষা দেননি
চলুন না, বেঁচে থাকার কিছু অধিকারের জন্য মূল্যবান রক্তের যারা রক্তপাত করে লড়াই করে
বিশ্বকে যারা তাদের গর্ব বলে দাবি করেন তাদেরকে মানবতা শিখতে হবে তাদের কাছে
শান্তি ও প্রশান্তি জন্য বিশ্ববাসীর দিকনির্দেশক হয়ে উঠুক তারা ।
———————-লাহাব দোর্জি
Fighting for Surviving Rights (Lhabab Dorji)
World indiscriminatorily fosters the colour black or white
Equality and equity is the best subject given to human as precious right
Devoids from subjugation tuning in some parts of the world
Oppressive discrimination is created by some insanely framed
Though almighty the creator of the world, never taught the same
Let not, some bleed precious blood fighting for survival rights
Humanity be taught to those who claim the world as their pride
May peace and tranquility be the guiding star for human in the world.