অতি বড়ো দাতা বসুমতী মাতা
ফলে ফুলে ভরে রাখে,
সুশীতল বায়ু বাড়ায় যে আয়ু
শীতল ছোঁয়া টি মাখে।
গাছে ডাকে পাখি খুলে সবে আঁখি
ভোরের আলোটা হাসে,
চাষি চলে মাঠে সারাদিন খাটে
মনে খুশি রাশে রাশে।
ঘড়া লয়ে কাঁখে বধূ নদী বাঁকে
চরণে নূপুর বাজে,
গোধূলি আকাশে নীল মেঘে ভাসে
অরূপ ছবিটি সাজে।
ঝরণার তানে সুর ঝরে প্রাণে
মুগ্ধতা মনে জাগে,
মাঝি দাঁড় বেয়ে ছুটে চলে ধেয়ে
মুখে ভাটিয়ালি রাগে।
মোরা দেশবাসী বড়ো ভালোবাসি
তোমার আঁচল ছায়া,
জনমে জনমে আসি যেন ফিরে
জুড়াতে মানব কায়া।