বসন্ততে নবীন পাতায়
ভরা সকল গাছ,
প্রেম নাড়া দেয় চুপিসারে
হৃদি দুয়ার কাছ।
পলাশ শিমুল রঙের আগুন
মাতাল করে মন,
দাবানলের আগুন মত
ছায় বনানী বন।
বসন্ত দূত কোকিল ডাকে
উদাস করে প্রাণ,
আমের মুকুল বাতাস সনে
ছড়ায় মধুর ঘ্রাণ।
বসন্তের এই আগমনে
ধরায় রূপের বান,
বউ কথা কও আর পিউকাঁহার
মিষ্টি মধুর তান।
ফুলে ফুলে ভ্রমর ফেরে
মধু লুটে খায়,
গুনগুনিয়ে সকাল সাঁঝে
কুঞ্জে কুঞ্জে ধায়।