উদার আকাশ বইছে বাতাস
মন যে আজ বড়ো উদাস
বসন্ত মনে চাপা উল্লাস
শিমূলে পলাশে ফাগুন মাস।
ফিরে গেলে শীতল বাতাস
মনে জাগে নাকি হা-হুতাশ?
আসবে এবার রঙিন বসন্ত
আনন্দে হবে মন অশান্ত।
তোমার কথা মনে পড়ে
আসবে না কি তুমি ফিরে?
ঘরে আমি শূন্য একা
কবে যে পাব তোমার দেখা?
বসন্ত বাতাস দিয়েছে দোলা
মন হয়েছে কেন যে উতলা?
নীরব দিগন্তে ডাকছে কোকিলা
ঘরে থাকে না মন একেলা।
আবেগে ভেসে হই চঞ্চলা
ভাল কি লাগে বলো এ’বেলা?
কেন সে আসবে না আর,
মনে কি পড়ে না তার?