মনের মাঝে মন ছুঁয়েছে
প্রাণের মাঝে প্রাণ
আজকে ফাগুন বাতাসজুড়ে
হাজার ফুলের ঘ্রাণ।
মেঘলা আকাশ পূর্বাভাসে
দিচ্ছে জানান বৃষ্টি
আজ অবেলায় মেলেছে ডানা
হরেক নতুন সৃষ্টি!
মেঘবালিকার সাতরঙা মনে
পেখম মেলেছে শিখি
অধর ছোঁয়ার সিক্ত আবেশ
কেমনে কাব্যে লিখি?
পরাগমিলনে বসন্ত ফুল
ফুটছে রাঙা লাজে
বসন্তরাজ মেলেছে নয়ন
আজকে সান্ধ্য সাজে।