বসন্ত কথাটি উষ্ণকোমল পরশ,
শিহরণ আগমন —-
মন উচাটন।
হাহাকার?
না , বসন্ত সে কথা বলে না।
না , সে জানে না বেদনাকানুন।
বসন্ত, আনন্দ সমাচার।
আর জানে উদ্দাম রোষ, বিরহ-অনল।
ব্যথা কি ভুলেছিল শকুন্তলা, দুষ্মন্তের বিস্মরণ!!
না ভোলে নি, ভোলেও নি প্রথম বসন্ত
কানন।
ভুলেছিল কি দেবযানী , কচের নিষ্ঠুর প্রত্যাখ্যান,
না, ভোলে নি, তবু মনে যে সিংহভাগ শুধু কচ প্রেমগান।
বসন্ত বেদনাকে একপাশে দূরে রাখে,
প্রয়োজনে জ্বালাতে জানে।
যেমন মনে রেখেছিল কর্ন সযতনে
দ্রৌপদীপ্রতি বসন্ত অনুরাগ।
কুমারী কুন্তী আর অর্ক ক্ষনিক দুঃসাহসী সহবাস।
অম্বার শিখণ্ডী রূপ কোন্ প্রতিশোধ,
বসন্ত স্মৃতিমন্থন?
কোন বসন্তে দেখা হয়েছিল
মন্দোদরী বিভীষণ?
শরৎ স্নিগ্ধ ,সব ঋতুভোগ শেষে, বসন্ত উত্তাল।
যুগে যুগে তাই বসবাস,
নব নব প্রেম উপাখ্যান।