না জানি কী আছে মায়া পলাশের রঙে,
বসন্তে মাতামাতি তাই কত ঢঙে।
শিমুলের প্রাণে সুরের বাহার জাগে কিবা অনুরাগে,
বসন্ত এলে সুখের পরশে প্রাণে প্রাণে রঙ লাগে।
পলাশের রঙে কত যাদু আছে পাইনাকো ভেবে তাই,
দুজনে কূজন করে একান্তে নির্জন প্রহরায়।
পাতা ঝরে যায় বসন্ত ক্ষণে নূতন প্রাণের আশে,
মৃদু পরশনে ছুঁয়ে ছুঁয়ে যায় অনুরাগে ভালোবেসে ।
উচাটন মন যখন তখন বসন্ত ফাল্গুনে,
শিমুলে পলাশে ফাগের আবেশে মিলনের গান শুনে ।