চোখের জলে রাংতা মোড়া নীলচে রঙের ক্ষত
বিষের পাহাড় রোজনামচা কষ্টিপাথর যত ।
আকাশ জোড়া মন খারাপের ঢলে
বসন্ত আজ মেতেছে উৎসবে ।
বুকের ভিতর জমাট কালো শিরায় উপশিরায়
সময় বয়ে যায় কালের স্রোতে চিরনিদ্রায় ।
তিল তিল করে জ্বলে যাওয়া
কর্পূরদানিও উত্তাপ হারায় নির্লিপ্ততায় ।
রঙের হাটে বসেছে আজ রঙীন বসন্ত
আদর সাজাও সোহাগ ঢেলে দিন যে পড়ন্ত ।
সবাই কতো রঙ বাহারি সাজে
মেতেছে সব হরেক রকম কাজে ।
জানো , মন জুড়ে কেবল ফিকে কালির ছোঁয়া
আর যে কোনো রঙ ধরে না তাতে ।
অবাধ্য মন আলোকবর্ষ দূরে
পুঞ্জীভূত শুধুই কাহার তরে ।
প্রতি রাতে রাই পসরা সাজাই কুঞ্জকাননে
চরণতলে মাথা রেখে থুই সজল নয়ানে ।
কলঙ্ক যেথায় মুকুট সাজায় অর্ধনারীশ্বরে
যুগল মূর্তি থাকবে গাঁথা যুগ হতে যগ যুগান্তরে ।