বল রে সখী বল তোর মনের কথা বল
কোনদিশেতে মন মেতেছে আমায় তুই বল
শ্যাম সঙ্গে রচি রঙ্গ লাজ লজ্জা করি ভঙ্গ
রাধা-মীরা প্রেমে মগ্ন হরি হরি সঙ্গ।
কৃষ্ণ প্রেমের রসনায় মরি আমি যাতনায়
কি করে ভুলি বলো মোহন তোমায়!
মলয় পবন বয় চারিদিক মধুময়
মগন মীরা রাণী হরি গুনো গায়।
পাগলিনী রাই নিকুঞ্জে ধায়
আঁচল খসিয়া তাঁর মাটিতে লুটায়।
কৃষ্ণ প্রেমের বাঁশি নিজেকে বাঁধিতে নারি
ভয় হয় লোকে বা কি জানি কি কয়!
যদি হও প্রেমে মত্ত, লোকে দেবে গাল-মন্দ
লুকায়ে রাখ যতনে যত প্রেম কাব্য।
তবে সে থাক স্তব্ধ মনে মনে রচি কাব্য
রঙ-তুলিতে কর ব্যক্ত হরি হরি সঙ্গ।।