উত্তুরে বায় শীতের প্রকোপে বলাকা পাখায় ভাসা
নির্জন দ্বীপে ক্লান্ত পক্ষী আশ্রয় খোঁজে আসা।
ঘরেতে বাছারা একাকী যে হায় চিন্তায় মাতা মরে
সমীরণ ভ্রাতা ঠান্ডা কমাও যাবো যে পাখা ভরে।
ফিরিবো কুলায় বাছারা আমার আছে বসে একা চেয়ে
ক্লান্ত পাখা যে সুস্থ খানিক পাড়ি দিবো মেঘ বেয়ে।
বলাকা পাখায় শীতের কামড় আঘাত পেয়েছে ভাই
ঝাপটে ঝাপটে গরম করেছি উড়তে পারবো তাই।
নক্ষত্রেরা মিটি মিটি জ্বলে পথটি দেখাবে যারা
পোকা মাকড়েরা উড়ন্ত পথে চঞ্চুতে ধরা তারা।
কাঁদেনা বাছারা খেয়ে নাও তবে এনেছি যে ধরে পোকা
শুকায় গেছো যে ভয়েতে তোমরা উতলা এমন বোকা।
পরির দেশেতে ভ্রমণ করেছি গল্প করবো রাতে
ঘুমাবে সুখেতে মায়ের বুকেতে চক্ষু মেলবে প্রাতে।
বলাকা পাখাতে ভেসে চলে যাবে চাঁদের বুড়ির দেশে
বড়ো তবে হও সবার আগেতে বলাকা পাখায় শেষে।