ওমা,আমায় দে না খুলে দোর,
পাখিরা সব গাইছে সুরে
সূর্যি উঠবে আকাশ জুড়ে
কেন আমায় শুতে করিস জোর?
হলো ভোর।
ফুলের বাগে ছুটছে অলির দল
মধুর হাওয়া গায়ে মেখে
বেড়াবো সব দেখে দেখে
কেন মাগো বুঝিস না তুই বল?
করিস ছল।
অলস যারা ঘুমোয় তারা তাই,
ফুল পাখি সব টানছে মোরে
আর কি থাকা ঘুমের ঘোরে!
ওদের সাথে খেলতে আমি চাই
মা’গো যাই।
দীঘির বুকে শাপলা পদ্ম রয়
হাঁস গুলো সব খেলা করে
শাপলা তুলে আনবো ঘরে
দেখবি মাগো চোখে খুশির জয়
কিসের ভয়!
এবার ছাড় মা মিছে ভাবনা তোর
বকুল জবা আনবো তুলে
করবি পূজো সকল ফুলে
দেখে খুশি লাগবে ভালো মোর
খোল মা দোর।