বর্ষা ঝরে বাইরে ও ভেতরে
কখনো ঝোপঝাড় পেরিয়ে
খোলা মাঠে,
কখনো অশান্ত সাগরের বুকে
মরুতেও ঝরে কদাচিৎ।
আামার হৃদয়ের মেঘ
বর্ষাতেও উদ্বেলিত হয়েছিল
মেঘ হয়ে ভেসেছিল বহুদূর ,
কিন্তু ঝরতে পারেনি মরুময়
বিস্তীর্ণ সাহারায়…
সাহারার আকাশ বড় শুষ্ক ,
উত্তাপে ভরা, মেঘ কাছে ঘেঁষতে
পারেনা, বাষ্প হয়ে উড়ে যায়।
তাই যে বর্ষা এসেছিল
বাইরে ও ভেতরে
ও স্পর্শ করেনি দূরকে ,
আমাকে ঘিরেই রয়ে গেল
আমার বর্ষা ভিজিয়ে গেল
শুধু আমাকেই….