গ্ৰীষ্ম নিয়েছে বিদায় আষাঢ়ের ক্ষণে
বর্ষারানি খুশি মনে ঝরে অনিবার
রিনিঝিনি সুর বাজে গীত সুধাধার
প্রকৃতির প্রাণীকুল সুখী সেই সনে।
বর্ষণ মুখর বেলা আশা চাষি মনে
ফসল ফলবে ভালো হলে বারিধার
ভিজে গায় চষে জমি হরষে দেদার
ধানের রোপণ করে চাষি সব জনে।
কদম্ব কুমুদ জুঁই ঘ্রাণেতে মাতায়
সুদূর দিগন্তে বহে সজল বাতাস
পাখ-সাট তুলে বক ধায় নভ মাঝ;
বিহঙ্গ সকল রয় নিশ্চুপ কুলায়
ঘন কালো কাদম্বিনী বিস্তৃত আকাশ
বৃষ্টিস্নাত চরাচরে দ্রুত নামে সাঁঝ।