কৃষ্ণ কালো আকাশেতে মেঘেদের ভেলা
ঢেকে নিয়ে নীলিমায় খুশিতে মগন ;
বিজুলি চমক তাহে ভয়াল বরণ,
অবিরল বরিষণে ঝরে এই বেলা;
ভরে উঠে মাঠ ঘাট জল রাশি মেলা।
কৃষকের মুখে আলো মন উচাটন,
ধায় সবে মাঠ পানে চাষে রাখে মন;
বরষার জলে ভিজে শিশু করে খেলা।
বর্ষার ছোঁয়া পেতেই কদমেরা ফোটে,
বাগে ভরে কুসুমেরা সাজে থরে থরে;
বরষার রূপে মুগ্ধ কাব্য প্রেমী কবি,
সুবাসে তে অলিকূল মত্ত হয়ে জোটে
রিমিঝিমি বরষার ধ্বনি মধু স্বরে,
অপরূপ অনুভবে লিখে কবি সবি।