বর্ষা প্রেমে মগ্ন মনে কত ছবি আঁকে,
রিমিঝিমি তান সনে সুধা তার মাখে ;
ঝরঝর বারি ধারা স্নাত করে যায়,
হৃদি মাঝে জাগে সাড়া পুলকে তে ছায়।
জল তরঙ্গের সুরে সিক্ত করে ধরা,
পথে ঘাটে রয় জুড়ে নদী নালা ভরা;
সোহাগিনী ছোঁয়া পেতে ফোটে ফুল কলি,
আনন্দেতে উঠে মেতে ধায় সেথা অলি।
বর্ষা রূপে প্রাণে জাগে মুগ্ধতার রেশ,
কবি মনে দোলা লাগে কাব্য সাজে বেশ;
বসুন্ধরা রূপবতী বর্ষা ছোঁয়া পেয়ে,
প্রেম সুধা মাখে অতি আবেগেতে নেয়ে।