অচেনা পথ হাঁটছ তুমি
শূন্য চরাচর
তপ্ত পিচ, নগ্ন পা
কাঁপছে থর থর।
ঝরছে ঘাম, বেলা শেষ
চলতে হবে আপন দেশ।
মায়ের কোলে ছোট্ট ছেলে
দিচ্ছে উঁকি দুচোখ মেলে।
আকাশ জুড়ে ঝড় উঠেছ
বিরাট সর্বনেশে
লুটের নেশায় বিভোর হয়ে
বর্গি এল দেশে।
হার মানা হার যুদ্ধ এবার
বর্গিরা সব দিচ্ছে পুকার
জীবন যুদ্ধে যাচ্ছে ভেসে
বর্গিরা সব ছদ্মবেশে।
উর্দিপরা সেপাই যত
বলছে হেঁকে ‘ ভেতর যাও ‘
পাটে সুয্যি ডুবু ডুবু
জোরসে এবার পা চলাও।