মোলায়েম ও মন্থর আগুনে ভিজে
আমি এক অলস কবিতার মশারি খাটিয়ে
বরফ বিছানার লীনতাপে বিলীন হয়ে যাচ্ছি ।
হে আমার পূর্ব মাতৃপিতৃগণ
বন্ধু ভ্রাতা ভগ্নী আত্মীয় জাতকজন ,
ভুলে যেও আমি সব ভুলে গেছি ।
জনশ্রুতি মিথ হতে পারে , ইতিহাস নয়
ভুলে গেছি ।
রমরমা যুদ্ধের বাজারে দমাদম সেনসেক্স বাড়ে
সভ্যতার শতাব্দী শ্রম পুড়ে ছিন্নমূল ছাই ,
ভুলে গেছি ।
নির্জন অ্যামিবার বহুকোষী সংগ্রাম শানে
সত্যিই কী আমরা চাঁদের চড়কাকল্পে চড়ে
বিজ্ঞানের বুদ্ধ পূর্ণিমা দেখলাম !
ভুলে গেছি ।