পোষমানা বাঘ যদিও নও তুমি
দয়ায় কেন উদ্বেল
বিজন দ্বীপে কাটে না সময়
বুকে যখন শেল।
বয়সের গায়ে জড়িবুটি সোনাদানা
আশ্চর্য সময়ের খেলা
হিংসার কান ধরে শাস্তি দিলে
জিম্মায় রেখেছ জ্বালা!
রাতারাতি ইন্দ্রজাল বুনেছে জাল
এটাই নাকি কাম্য
মেজাজের বুকে হিমের স্রোত
হারায় নি ভারসাম্য।
‘হালুম’ ডাক নিয়েছে বিদায়
অভিধানে পেল না ঠাঁই
এই শপথে পথটাতে তুমি
সাজাও বনসাই।