কি বলি যে, সে যে কথা
রামধনু রঙে, মনেতে আলপনা ।
দিনরাত শুধু সুর ও বাণী,
দুই সখী ঘুরপাক ।
একইসঙ্গে জীবন ধারাপাতে
চুম্বক সুখ,আবেশের যন্ত্রণা ।
রাতে ফোটে বেশ সুবাসে মদির,
ঝিম ঝিম ধরা রুধির কণা।
রবি বরে , লাজে লাল পরী
রাঙা হাত ধরি
নর্তকীর ছন্দ লয় , ক্ষয় অব্যক্ত—-
অলক্ত ঝলক ভরা বেদনা।
বারে বারে সুষুপ্তি ভাঙ্গে
তম্বুরা পরম নরম টানে সুর মূর্ছণা।
তন্দ্রায় নয়নে ধরায়
আদলে দোয়েল কোয়েল
কোমল দোলায়ে ভোলায়
অমৃত মৃতসঞ্জীবনী জাগায় চেতনা।