জ্বলছে আগুন বুকের ভীতর , ঘরে আর বাইরে
জ্বলছে আগুন খোড়ো চালে , জীবনের আশা নাইরে
তবে কি মৃত্যু গা সহা আজ ! খবরের কাগজে কেবল ঠাঁই!
নতজানু আজ হোয়াটস্যপ নেট-এ ! বুকের পাঁজরে কেহই নাই !
মোমবাতি মিছিল , ব্যারিকেড ভাঙা এখানেই ওরা খান্ত?
রাত নিশুতে বাগটুই মরবে , সত্যি কি ওরা জানত ?
কার তপ্ত নিশ্বাস জ্বালিয়ে দিল নিরীহ মানুষের দেহ ?
বিবেক তুমি শান্তিতে ঘুমাও , ওরা তোমার নয় কেহ।
বাগটুই ঘুমায় চির নিদ্রায়, জাগিও না ওকে আর
তবে বিপ্লবের আগুন জ্বলবে দ্বিগুণ একবার নয় বারবার।
ভাবছো তোমার সুখি গৃহকোণ ফেসবুক আর ইনস্টায়
এ আগুনে তুমিও জ্বলবে , মুখ ভরে যাবে বিষ্ঠায় ।
মেরুদণ্ডহীন স্তন্যপায়ী আজ বাজারের ব্যাগে ব্যাস্ত
মাছ মাংসের দরকোষে খুশি , এটাতেই ওরা তুষ্ট ।