মেটাতে রাজনীতির বিলাস
লাশ চাই লাশ————-,
শুধু একটা লাশ!
শকুনের মত উড়ে উড়ে
দেখো চারিদিকে, কোথায়
কোন্ ভাগাড়ে পড়ে আছে লাশ!
একটা মিছিলে একটা লাশ চাই,
না হলে মিছিল জমবে না,
নিরামিষ মিছিলে পুরণ হবে না
রাজনীতির স্বপ্ন বিলাস !
বেঁচে থাকতে যার খবর
জানতো না কেউ,
বেঁচে থাকতে যার পোড়া রুটির
পয়সা জোটেনি, একটা দরাজ হস্ত
এগিয়ে আসেনি, দুপুরে একমুঠো সাদা
ভাতের আশায় মিছিলে হাঁটতে হাঁটতে
মুখ থুবড়ে পড়ে যায় সে, বনে যায় লাশ!
একমুঠো ভাতের বদলে
মরনের পরে তার মৃতদেহ জুটে যায়
হাজার ফুল,
হাজার ফুলের মালা।
মিছিলের পুরোভাগে সেই লাশ শোভা পায়।
হতভাগ্য ফ্যালনাবুঝতেই পা্রলনা
আজ সে কত দামী!
দিকে দিকে স্লোগান ওঠে,
ফ্যালনা অমর রহে।
মরে গিয়ে বুঝতে পারলো সে,
এ পোড়া দেশে জীবিত মানুষের চেয়ে
মরা মানুষের দাম বেশি।