জীবনে এই প্রথম ছন্দহীন হলাম
বেদনাময় ,বিধূর সকালে ভারাক্রান্ত ছিলাম
বোনেদের নির্মল হাতের ছোঁয়া খুঁজি,মন্ত্রহীন-
চন্দনহীন কপাল যেন ভালোবাসা হীন।
পবিত্র ও স্নেহমাখানো চির বন্ধনের ভাইফোঁটা
অদৃশ্যে বলে যায় “ভায়ের কপালে দিলাম ফোঁটা”
বিনিময় হীন ,কালো ,স্বপ্ন হীন ভালোবাসা ,আশীর্বাদ
চিরন্তন বন্ধনের রক্তের টান,হৃদয়ে বেদনার আর্তনাদ।
করোনা দানব মানুষের জীবনধারাই পাল্টে দিলো
নিস্করুন, পিশাচ -নিলো,নিলো সব কেড়ে নিলো
সুখ-আনন্দ আর চিরন্তন আকর্ষণীয় প্রথা-
বেলা বাড়লো, চোখে জল,দিনটাই আজ বৃথা।
একই রক্তে গড়া মায়ের পেটের বোন
সেজে মায়ের প্রতিচ্ছবি আমার বড়ই আপন
স্তব্দ-বধির ভাষাহীন আমি এক মুক প্রতিচ্ছবি-
অশ্রুসিক্ত কেটেছে প্রহর ,দেখি অস্তমিত রবি।