সে ছিলো এক শৈশব গো-
অনেক সুখের, দামী!
আজকে আমার সুখ কমেছে
কারণ আমি নামী!
কেষ্ট বিষ্টু আজকে বটে,
জগৎ জোড়া জালে –
পাল্টে গেছে সেই সব কাল
ডুবেই কপোলতলে!
তখন আমার খেলনা গাড়ি
ফেলনা কোথায় ছিলো?
আজকে সুজুকির জমানায়
সুইফট হারিয়ে দিলো!
খেলনা কাঠের গাড়ির মালিক
তার যে গরব ছিলো –
আসল তিনেক গাড়ি থেকেও-
আনন্দ হারালো!
কেড়েকুড়ে হজমি খাওয়া
বোনগুলোরই সাথে,
চপ- ঘুঘনি -মিষ্টি- সাঁটান
গঙ্গা ধারের ছাতে!
জোড়াঘাটে নাইতে যাওয়া
গ্রীষ্মাবকাশ এলে
গামছা দিয়ে মাছ ধরতাম
ভাই বোনরা সুযোগ পেলে!
ঝগড়াঝাটি মান অভিমান
কোথায় উবে গেলো?
আজকে বুঝি,শৈশব সে
বড্ড ছিলো ভালো!