বৃষ্টি ভেজা রাতের শেষে আজ প্রভাত বেলা
ঝলমলিয়ে রোদ উঠেছে প্রাণে খুশির মেলা ।
জুঁই মালতী টগর জবা হাসছে মিঠে হাসি
বলছে যেন “ও রোদ্দুর তোকেই ভালোবাসি” ।
হাসছে নদী বনস্পতি পাহাড় চূড়ো বন
কদম গাছে ফুলের মেলা ভরিয়ে দিলো মন ।
অপরাজিতা মনের সুখে বলছে কত কথা
প্রজাপতিই শুনছে শুধু বাইরে নীরবতা ।
পাতার ফাঁকে সূর্য হাসে আলোছায়ায় পথ
মৌমাছিদের চঞ্চলতা কর্মের শপথ ।
নীল আকাশে মেঘের ভেলা এলো শরৎকাল
মাথার ‘পরে গামছা বেঁধে ধরছে মাঝি হাল ।
তরতরিয়ে নাও ছুটছে তরঙ্গের তালে
কাশের বনে পদ্ম ফুলে বাতাস লাগে পালে ।
ধানের ক্ষেতে জল জমেছে পুকুর ভরো ভরো
শিউলি ফোটে আসছে পূজো মিলবে ছুটি বড় ।