মনে পড়ে ,
সেই গভীর অরণ্যে দাঁড়িয়ে ,
শেষ ইচ্ছার কথাটা ?
চারিদিকে শুধু সবুজ বনানী ,
মাথার উপরে আকাশ নেই কোন
তোমার দৃষ্টি অতর্কিতে আটকে গেছে
আমার মায়াবী চোখে।
বুকের ভিতর দ্রুত তালে
দামামা বাজছে হৃদ-পিন্ডের ,
অথচ সে রকম কোন প্রস্তুতিই ছিল না
আমাদের।
তুমি প্রতিজ্ঞা হয়ে উঠতে পারতে নির্জনতায়
আমি সমস্ত ঐশর্য বিলিয়ে দিতাম অনায়াসে,
তুমি পরি হয়ে অবহেলায় উড়ে যেতে পারতে
দূর থেকে আরও বহু দূরে ,
অথচ সে রকম কিছু হল না।
মনে পড়ে ,
তোমার বাসনার ভিতর
নীল বাস্প জমা হয়ে ছিল?
বুকের ভিতর ছিল
স্বপ্নের মৃত নদী ভরা জোয়ারে।
মাটি ঝেড়ে উঠে দাঁড়াতে গেলেই
সব মনে পড়ে যায়,
আমার কাছে বন্দকী হৃদয় তোমার
ঠোঁট টেপা হাসি , দাঁত পেষা হিংস্র অভিশাপ।
আজ সুদ সমেত বাড়তে বাড়তে
নিলাম হওয়ার মতো ,
অথচ আমি সব ভুলে
পুরনো স্মৃতির গন্ধে একান্ত বিভোর।
যেন তার ঘ্রাণ ক্ষীণ হয়ে এলে ,
আমিও ফুরিয়ে যাব ,
অতর্কিতে মিলাব বাতাসে।