ঝরে পড়ে
আমাদের যা কিছু
আলো বাতাস বিশ্বাস
অন্ধকার দেওয়ালে
যেদিন চোখে ঘুম আসে না
নক্ষত্র জেগে থাকে
দেওয়াল থেকে টুপ করে ঝরে পড়ে দীর্ঘশ্বাস
দুহাতে কুড়িয়ে লোফালোফি করতে করতে
ফুরিয়ে আসে পথ
ঝরে পড়ে
আমাদের যা কিছু
আলো বাতাস বিশ্বাস
অন্ধকার দেওয়ালে
যেদিন চোখে ঘুম আসে না
নক্ষত্র জেগে থাকে
দেওয়াল থেকে টুপ করে ঝরে পড়ে দীর্ঘশ্বাস
দুহাতে কুড়িয়ে লোফালোফি করতে করতে
ফুরিয়ে আসে পথ