আকাশে বাতাসে লেগেছে শরতের ছোঁয়া ,
ছোঁয়া লাগে রোদের আদুরে স্পর্শ,
স্পর্শ আনে আগমনী বাঁশির সুর,
সুর তুলেছে মাকে আনার আহ্বান,
আহ্বান উঠেছে বিচারের নিভৃত বাণী,
বাণী শোনায় প্রতিবাদের দৃপ্ত
কন্ঠগুলো,
কন্ঠগুলো বন্ধ করার চেষ্টা নিরন্তর,
নিরন্তর ফিরে আসে বার বার,
বার বছরের পাষাণ কারা ভাঙবে,
ভাঙবে কংসের কারাগারের শৃঙ্খল ওরা,
ওরা দৃপ্ত পদক্ষেপে আনবে মুক্তি,
মুক্তি পেতে অত্যাচার,নিপীড়নের থেকে,
থেকে থেকে ওঠে নারীসুরক্ষার
ডাক,
ডাক দেয় নীলকণ্ঠ কৈলাস চলো,
চলো সবাই আনতে দনুজদলনী মা’কে,
মা’কে আনার আহ্বান শরতের
আকাশে।