ফুল বাগে অনুরাগে কথা বলে অলি,
ফিসফিস মজলিশ হেসে পড়ে ঢলি।
তাই দেখে সুখ মেখে পাখি গায় গান,
শাখে বসে রসে রসে ধরে মিঠে তান।
ঢেলে গন্ধ মৃদু মন্দ বায়ু চলে বহে
প্রজাপতি ত্বরা অতি ফুলেরে কি কহে।
মাঠে ঘাটে হাটে বাটে বনে বনাঞ্চলে,
ফাগুনের আগুনের বার্তা বয়ে চলে।
সবুজিয়া হরে হিয়া প্রেম জাগে মনে,
রাখালিয়া বাশুরিয়া গোঠে গাভী সনে।
ভরে প্রাণ বিধি দান দেখে যাই যত,
ফাগ মেখে প্রীতি রেখে কাছে আসি তত।
মেলে আঁখি চেয়ে থাকি সাধ মনে জাগে,
ভালোবাসা ভারী খাসা ভরে প্রেম রাগে।
গেঁথে ফুলে দেবো তুলে প্রীতি উপহার,
ঘুচে কালো লাগে ভালো প্রেমের বাহার।
প্রেম কথা সুধা যথা দেয় প্রাণ ভরে,
মধু মাস দোঁহে বাস প্রণয়ের ঘরে।
এলে কাছে মন নাচে ফাগুনের রাগে
চির শান্তি হরে ক্লান্তি প্রাণে সুখ জাগে।