আমরা কেমন ফঙ্গবেনে,
সময় জানে। সময় চেনে।
অতলগামী, আকাশচারী
এক টোকাতেই ঝরতে পারি।
এই এতসব ঢাল-তরোয়াল
বড়াই করা শক্ত চোয়াল
এই এতসব দখলদারি
খুব সহজেই মরতে পারি।
আমরা কেমন ফঙ্গবেনে,
দূরত্ব আজ মানুষ কেনে।
এই যে এত যুদ্ধবিমান
কী বুদ্ধিমান, কী বুদ্ধিমান!
এই যে এত অহংচুড়ো
এক নিমেষে কাচের গুঁড়ো…
লাভ নেই আর কাব্যে, দোহায়
সবটা মিছে। সব অসহায়।
কী হবে আর, কসুর মেনে?
আমরা কেমন ফঙ্গবেনে,
সময় জানে। সময় চেনে।