‘বাতাসে বহিছে প্রেম বসন্ত এসে গেছে’
একথা শুনে যদি কারো প্রাণ ওঠে নেচে,
কি করবে সে তখন জানে না সে নিজে
আনচান মনে তরুণ ভাবে করি কী যে !
বাতাসের কাছে গিয়ে যদি প্রেম খোঁজে
সেখানে পাবে না প্রেম সে নিজে বোঝে,
খুঁজে এক তরুণীকে প্রেম করে নিবেদন
মেয়েটি বাতিল করে হেসে তার আবেদন।
তরুণ হতাশ হয়ে তাতে ঘোরে পথে পথে
একটি বালিকা এসে ফুল দেয় তার হাতে,
তরুণের মন যে একেবার ভরে ওঠে তাতে
সেও তার হাত রাখে বালিকার প্রিয় হাতে।