অহিংসা যে পরম ধর্ম
বলে গেছেন শাক্য,
হিংসা নিয়ে কিসের কথা
বলব না তো বাক্য।
হিংসা ধর্মের প্রচার এখন
এ’যে দেখি কলি,
ভাইয়ে ভাইয়ে নানা যুদ্ধ
হচ্ছে দেখি বলি।
হিংসা ছেড়ে প্রীতি আনো
বুজাও মনের জ্বালা,
পরোপকার করে চলো
পরাও প্রেমের মালা।
অহিংসা যে পরম ধর্ম
বলে গেছেন শাক্য,
হিংসা নিয়ে কিসের কথা
বলব না তো বাক্য।
হিংসা ধর্মের প্রচার এখন
এ’যে দেখি কলি,
ভাইয়ে ভাইয়ে নানা যুদ্ধ
হচ্ছে দেখি বলি।
হিংসা ছেড়ে প্রীতি আনো
বুজাও মনের জ্বালা,
পরোপকার করে চলো
পরাও প্রেমের মালা।