প্রেমের বাঁশি বাজাস যবে
কেঁপে ওঠে মনটা,
ভালোবাসা পাঁপড়ি মেলে
বাজে সুখের ঘন্টা।
যখন তখন বাঁশির সুরে
ডাকিস আমায় কেন?
প্রেমে সিক্ত মনটা আমার
শিকল বাঁধা যেন।
পোড়া এ মন বুঝ মানে না
ব্যাকুল হয়ে ছোটে,
কদমতলায় দাঁড়িয়ে শ্যাম
সোহাগ আঁকে ঠোঁটে।
অনুরাগের কথাকলি
অবিরল যে চলে,
কখন হাসি,কখন কাঁদি
ভাসি চোখের জলে।
কুজনেতে কুযশ যে গায়
এসব দেখে শুনে,
লোকের নিন্দা পুষ্প চন্দন
ভালোবাসার গুণে।
মন জানে আর আমি জানি
প্রেমের কতো মূল্য,
যুগ যুগান্তর সঞ্চিত ধন
হবে না এর তুল্য।