এড়িয়ে যাওয়া প্রশ্ন দর্পণে চোখ পাতলেই
অ্যাটলান্টিক ভরাডুবির একশো সতর্কবার্তা ।
শান্তির শব্দ খোলসে পৃথিবীকে মুড়ে ফেলার
উদ্যোগ ভনিতায় ফরফর পায়রার বন্দী যন্ত্রণা ।
মানুষের চামড়া থেকে মানবতা ছাড়িয়ে নিলেই
নির্ভেজাল কঙ্কাল । কঙ্কাল কারখানা আড়াল ছেড়ে
চায়ের দোকানে , মিডিয়া মাফিয়ার পুঁজে , রাজনৈতিক
অর্থনীতির রোজগার যোজনায় । স্বাধীনতা আগেই
ডাকাতি হয়ে গেছে প্রতিটি সীমান্তের পাশে
শরণার্থী শিরার বাস্তু পা থেকে । অবুঝ জনতা
বোধ যখন যে কোনও সুপারম্যানই চায় ,
সভ্যতার কালো কফিন , অবশিষ্ট চেতনার দুঃস্বপ্নে আসে ।
” এড়িয়ে যাওয়া প্রশ্ন দর্পণে ” প্রেমের প্রচ্ছায়া ছিলো ।
নিরুত্তাপ ছিলে তাই , এতোদূর এলো ।
চারিদিকে ড্রোনের বানিজ্য মুনাফা ম্যাপ শুঁকে
অবশেষে তোমার নিরুপায় উত্তর অক্ষর
অনুবাদ অনুমতি দিতে ঘৃণায় কুঁকড়ে যাচ্ছে ।
তবুও আগাম বৌদ্ধিক ভাবনা ভোর
একটি বিশুদ্ধ প্রেমের কবিতার অপেক্ষায় ।