ও মুখ কখনো ভোলার নয়
বড় বেশি ডেকে কাছে টানে
দু চোখের বাহির হলেই ভয়
পাল্টে না যায় মুহূর্তেই মানে।
সলাজ নয়ন জল ভরা কেন
কেন কথা শুনে বেদন আসে
বেদন ঘোচাতে বুকে নেয় যেন
বোঝে কি এ মন ভালোবাসে?
দুটি হাতে ধরে তার শ্যামল মুখ
বেণী খুলে দেয় চুমু অলোকে
হাতধরে নয়নে নয়নে রচে সুখ
মায়াময় প্রেম জাগে সে পুলকে ?
নীড়হারা একাকিনির ফোটে হাসি-
যেন সন্ধ্যা মালতি সৌরভে মাতায়
অঙ্গে, অঙ্গে যৌবন তরঙ্গে ভাসি
সহসাই বসন্ত ভাসায় এসে সেথায়।
বিরহে কাতর প্রিয়জন আড়ালে
আঁধার নামায়,দ্বেষ সরণি বেয়ে
বোঝে না ওরা বোঝে না গরলে
প্রেম পাওয়া যায় শুধু প্রেম দিলে।