জীবন ছকের চেনা ফাঁদে
হাঁপিয়ে ওঠে প্রাণ,
মনকেমনের সুরে কাঁদে
একাকী নীরব অভিমান।
অভিমানী চোখের জলে
মনের যত ব্যাথা
অনুভবের ছোঁয়া পেলে
ভেজায় চিঠির পাতা।
ছোট্টো মেয়ে,আদুরে গলা
বাবা যখন সেনা
চিঠির মাঝে গল্প বলা
চিঠিতে হয় চেনা।
অষ্টাদশী নববধূটি,
কেবলই মন উচাটন
সংসারের খুনসুটি,
কাগজে দুঃখ কথন।
নিঝুম রাত,বিরহী হিয়া
সাক্ষী অমানিশা,
পত্র লেখে একাকী প্রিয়া
অমোঘ ভালোবাসা।
চিঠি তুমি সুজন আমার,
যেও নাকো হারিয়ে—
মেসেঞ্জার আর টু্ইটার
বা হোয়াটসঅ্যাপেরই ভিড়ে।
লাল নীল আর সাদা খাম
আজও বড্ড প্রিয়!
একান্ত এক গোপন নাম
অতি রমণীয়।
আবেগ,ব্যথা,দুঃখ গাথা,
তুমি সমব্যথী—
ভর্তি থাক তোমার পাতা,
আদর তোমার প্রতি।।