প্রিয়তম,
কবিতা তুমি শুধুই কি কবিতা?
যুগ যুগান্তর ধরে আমি যে শুধু তোমারই আছি, ছিলাম,থাকবো।
থাকুক যতোই আজগুবি জল্পনা কল্পনা!
এই গুঢ় রহস্য টা নয়তো তোমার অজানা!
স্মৃতির সরণি বেয়ে জমুক যতই কথার পাহাড়,
জীবন জুড়ে নামুক উত্থান পতনের ঢেউয়ের বাহার।
তোমার জন্য এই তুচ্ছ জীবনও পন রাখতে রাজি!
স্রোতস্বিনী নদীর ঝর্ণা হতে পারি!
আকাশ মেঘে বৃষ্টি হতে রাজি!
কষ্ট কে সুধা ভেবে অমৃত পান করতে পারি।
শুধু এক জন্ম কবিতা কে নিবিড় যতনে,
ভালো বাসার আলো ঘরে বাঁধবো বলে,
আমি সেদিন তোমার মানসী হবো,
শুধুই কবিতা হবো,
তুমি হবে আমার একমাত্র প্রিয় কবি।