জানতে আকুল মনটা ব্যাকুল
কেন আছো সেথা পড়িয়া,
ভাবি বসে একা নাই তব দেখা
বিরহে যাই যে মরিয়া।
কোন সে বিদেশে আছো কোন বেশে
চার দেয়ালের আঁধারে!
প্রাণটা তোমার করে হাহাকার
দেখতে আছাড়ে বিছাড়ে।
ঠিক পাই টের ,মন ভার ঢের
বিবশ মনেতে থাকিয়া,
হাজার কথারা করে দিশেহারা
ব্যথা সব রাখো চাপিয়া।
দেখছি গো সব করি অনুভব
যাপন–কাহনে জুড়িয়া,
বুকের মাঝারে জাগায় কাঁপন
বিরহ দহনে পুড়িয়া।
কেটে যাবে সব বিপদ বালাই
আশা দীপ রাখো জ্বালিয়া,
আলোর ভুবনে হাসবো দুজনে
সুখের বাসাটি গড়িয়া।